300X70
শুক্রবার , ১৮ জুন ২০২১ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

প্রধানমন্ত্রীকে উপহার দিতে নিজ হাতে চেয়ার বানানো সেই বিল্লাল মারা গেছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৮, ২০২১ ১০:৩৫ অপরাহ্ণ

গোপালগঞ্জ প্রতিনিধি: পরম যত্নে নিজ হাতে বানানো আলোচিত সেই চেয়ারটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারলেন না গোপালগঞ্জ পৌর কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। শুক্রবার (১৮ জুন) সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন…)
যতদূর জানাগেছে, বিল্লাল হোসেন মনে অনেক কষ্ট ও ক্ষোভ নিয়ে ইহলোক ত্যাগ করেন। পেশায় একজন কাঠমিস্ত্রি ও ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন তিনি।

লেখাপড়া খুব একটা না জানলেও তার মনটা ছিলো বেশ উদার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি ছিলো পরম শ্রদ্ধা ও গভীর ভালোবাসা। সদ্য প্রয়াত বিল্লাল হোসেন গোপালগঞ্জ পৌর কৃষকলীগের একসময়কার ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন।

পেশায় কাঠমিস্ত্রি হওয়ার সুবাদে ২০০৭ সালে তিনি নিজ হাতে ৫টা চেয়ার ও ১টি টেবিল তৈরি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে উপহার পাঠিয়েছিলেন। পরে বাস্তবজীবনে নানা চড়াই- উৎরাই পেরিয়ে জীবন যুদ্ধে হার না মানা সংগ্রামী সৈনিক মনের ক্ষোভে প্রবাসী জীবন যাপন করেন। নাড়ির টানে ব্রুনাই থেকে দেশে ফিরে দীর্ঘদিনের প্রচেষ্টায় একটি রাজকীয় চেয়াার মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবেন বলে তৈরি করেছেন।

২০১৯ সালে টুঙ্গিপাড়ায় নিজ হাতে বানানো সেই চেয়ারটি দিতে ব্যর্থ হন তিনি। পরে করোনা পরিস্থিতি বিবেচনায় চেয়ারটি আর প্রধানমন্ত্রীকে দেওয়া হয়ে ওঠেনি।

আলোচিত সেই চেয়ারটি প্রধানমন্ত্রীর একান্ত সহকারী -২ গাজী হাফিজুর রহমান লিকু’র নিকট রয়েছে বলে মৃত্যুর আগে জানান। সে আক্ষেপ করে বলেন, যখন সে তাঁর পরিবার-পরিজন ও দলকে কিছু দিতে পেরেছিলো, তখন তার বেশ কদর ছিলো। পরবর্তীতে, বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যায় সব হারিয়ে তিনি মানবেতর জীবন-যাপন করছিলো, তখন কেউ তার পাশে দাঁড়ায়নি, শত ডেকেও বিপদে কাউকে পাশে পাননি তিনি।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পরিবারের আপনজন ও মানবিক কোন নেতার সাহায্য না পেয়ে মনে প্রচুর কষ্ট ও চাপা ক্ষোভ নিয়ে দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলেন তিনি। পরে গোপালগঞ্জের মানবিক ডিসি শাহিদা সুলতানা বিষয়টি অবহিত হয়ে নিজ উদ্যোগে তাকে সুচিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার সুব্যবস্থা করেন। চিকিৎসাধীন অবস্থায় সবকিছু ছেড়ে তিনি মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে শুক্রবার সকালে ইন্তেকাল করেন।

পরে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমানের তত্ত্বাবধানে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে গোপালগঞ্জ মারকাজ জামে মসজিদে আজ শুক্রবার বিকালে তার জানাযা নামাজ আদায় শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মরহুম বিল্লাল হোসেনের রুহের মাগফিরাত কামনায় তার পরিবারের সদস্যরা সকলের নিকট দোয়া চেয়েছেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সারা দেশের সরকারি সম্পত্তি সুষ্ঠু নজরদারিতে ভূমি ডাটা ব্যাংক ব্যবহার করা হবে: ভূমিমন্ত্রী

২১শে মার্চ থেকে টুঙ্গিপাড়ায় সাত দিনব্যাপী ‘মুজিববর্ষ লোকজ মেলা’

আরেক দফা সয়াবিন তেলের দাম বাড়াতে চান ব্যবসায়ীরা

আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছে

২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী-২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় তামাকপণ্যের ব্যবহার বন্ধের আহ্বান

বঙ্গবন্ধুর আর্দশে প্রশ্নে শেখ হাসিনার কর্মীরা কখনো আপোস করে না : এনামুল হক শামীম

১৮ বছর পর নান্দাইল আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে

ড্রোন হামলা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইরাকের প্রধানমন্ত্রী

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বাউবি উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার

ব্রেকিং নিউজ :