ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে নারায়ণগঞ্জের রুপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনাস্থল “সেজান জুস কারখানা” পরিদর্শনে যান বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কোম্পানীতে আগুনে পুড়ে নিহত হওয়া ৭৯ জন শ্রমিকের পরিবার ও ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি।
এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী গাজী গোলাম দস্তগীর, নজরুল ইসলাম বাবু এমপি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নূরে আলম খাঁন’সহ অন্যান্য নেতৃবৃন্দরা।