সংবাদদাতা, পটুয়াখালী: ধর্ষণচেষ্টার অভিযোগে প্রবাসীর স্ত্রীর করা মামলায় মো. মাসুদ খান নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মির্জাগঞ্জে। গ্রেফতার মাসুদ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
মামলায় বলা হয়, ওই প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন মো. মাসুদ। প্রস্তাবে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে তার বাসায় ঢুকে ধর্ষণচেষ্টা চালান তিনি। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওই ইউপি সদস্যকে আটক করে।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় ইউপি সদস্য মাসুদকে আটক করা হয়। পরে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।