নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২১ উদযাপন উপলক্ষে শনিবার (২৫ সেপ্টম্বর) প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়-এর ফার্মেসি বিভাগের উদ্যোগে অনলাইনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এই বছরের প্রতিপাদ্য বিষয় -ফার্মেসিঃ সবসময় আপনার স্বাস্থ্যের জন্য বিশ্বস্ত।
এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী পোস্টার প্রেজেন্টেশন, ভিডিও প্রেজেন্টেশন, সাইন্টিফিক রাইটিং, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে ফার্মাসি বিভাগ। সকাল দশটায় শুরু হয় ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ শীষর্ক আলোচনা সভা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন ফার্মাসি বিভাগের প্রফেসর ও চেয়্যারপারসন ড.আব্দুল গণি।
তিনি বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মাসিস্ট এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ- উপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুন্নবী মোল্লা, স্কুল অব সাইন্স (ডিন) প্রফেসর ড. শুভময় দত্ত। আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড.চৌধুরী মাহমুদ হাসান,সাবেক চেয়ারম্যান (বিসিএসআইআর),সাবেক প্রফেসর ফার্মাসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে প্রফেসর ড. শুভময় দত্ত বলেন বাংলাদেশে ঔষধের ব্র্যান্ড নাম সংস্কৃতি থেকে বের হয়ে সর্বত্র জেনেরিক নাম ব্যবহারের প্রথা চালু করা উচিত। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ফার্মাসি বিভাগের আমিনুল ইসলাম শরীফ হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ, প্রতি ইউনিয়নে মডেল ফার্মাসিতে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের সুযোগ সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করেন।
এছাড়াও মাননীয় উপ- উপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুন্নবী মোল্লা গুরুত্বারোপ করেন বিভিন্ন ফার্মাসিস্ট ফোরামে ফার্মাসিস্ট এর মূল্যায়ন সম্পর্কে। আলোচনায় সভায় প্রধান বক্তা প্রফেসর ড.চৌধুরী মাহমুদ হাসান বলেন, ফার্মাসিস্টরা দেশের সম্পদ। তাদেরকে যথোপযুক্ত জায়গায় কাজ করার সুযোগ দিতে হবে। সকল দেশের ন্যায় বাংলাদেশেও প্রত্যেকটি ফার্মাসি স্টোরে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিশ্চিত করতে হবে।
এতে করে প্রেসকিপশন সঠিকভাবে যাচাই ও ভালো মানের ঔষধ প্রদান করা সম্ভব হবে। বাংলাদেশে তথাকথিত সস্তা ঔষধ না তৈরী করে সাশ্রয়ী মূল্যে মানসম্মত ঔষধ তেরী করার জন্য আহ্বান জানান। তিনি ডাক্তারদের আরো বেশি মানবিক হওয়ার জন্য বলেন এতে ঔষধের দাম কমানোর সুযোগ থাকবে।
এছাড়াও তিনি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আলাদা বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ বর্তমান পরিস্থিতিতে ডাক্তারদের সাথে ফার্মাসিস্টদের একযোগে কাজ করার সুযোগ তৈরী করার জন্য সরকারের দৃষ্টি আর্কষন করেন। তিনি আরো বলেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
সবশেষে সমাপনী বক্তব্যে প্রফেসর তাসলিমা বেগম বলেন বিশ্ব ফার্মাসিস্ট দিবস আমাদের ফার্মাসিস্টদের জন্য একটি বিশেষ দিবস। তিনি মানসম্মত শিক্ষা প্রদানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ ছাত্র-ছাত্রীদের সকল ধরনের সহায়তা করার কথা ব্যক্ত করেন। ভবিষ্যতেও ফার্মাসিস্টরা দেশের স্বাস্থ্যসেবায় অবদান রেখে যাবেন এই প্রত্যাশায় অনুষ্ঠান সমাপ্তি টানা হয়।