নিজস্ব প্রতিবেদক: মোঃ জিয়াউর রহমান প্রাইম ব্যাংক লিমিটেডের’ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে যোগদান করেন।
সুদীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে ইতোপূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড এবং ঢাকা ব্যাংক লিমিটেড এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে। প্রাইম ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ঢাকা ব্যাংক লিমিটেড এ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।