অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
প্রাইম ব্যাংক এর গ্রাহকবৃন্দ এখন ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা অ্যালটিচুড (অখঞওঞটউঊ) এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে দেশের অন্যতম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ‘নগদ’ – এ তহবিল স্থানান্তর এখন করতে পারবেন।
প্রাইম ব্যাংক এর গ্রাহকবৃন্দ ২৯ জুন ২০২১ থেকে অলটারনেট ব্যাংকিং চ্যানেল যেমন: ইন্টারনেট ব্যাংকিং বা প্রাইম ব্যাংক এর মোবাইল অ্যাপস, ব্যবহারের মাধ্যমে পরিষেবাটি পেতে পারবেন ।
যে কোন নগদ অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করতে, গ্রাহকবৃন্দদের প্রাইম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগ ইন করতে হবে এবং ট্রান্সফার মেনুতে “নগদ ট্রান্সফার” সিলেক্ট করতে হবে। এক বা একাধিক নগদ অ্যাকাউন্টে দিনে ৩০,০০০ টাকা পর্যন্ত স্থানান্তর করা যাবে।
লেনদেনের সীমা এবং অন্যান্য শর্তাদি ও বিশদ বিবরণ প্রাইম ব্যাংক এর ওয়েবসাইটে পাওয়া যাবে। এই পরিষেবাটি ব্যবহার করে তহবিল স্থানান্তর করতে বা তহবিল গ্রহণে কোনও চার্জ প্রযোজ্য হবে না।
ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা- অ্যালটিচুডের এই নতুন ফিচারটির ফলে গ্রাহকবৃন্দ তহবিল স্থানান্তরে বিকল্প সুবিধা পাবেন ও লেনদেন আরও সহজ হবে। এই সংযুক্তির মাধ্যমে গ্রাহকবৃন্দ দেশের দ্রুত বিকাশমান ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিস্তৃত পরিষেবা প্রদানের সুযোগগুলি উপভোগ করতে পারবে।
ডিজিটাল ব্যাংকিং সার্ভিস সম্প্রসারণের লক্ষ্যে প্রাইম ব্যাংক এর চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই নতুন সুবিধা চালু করা হয়েছে।
প্রতিটি লেনদেনের ক্ষেত্রে নিবন্ধিত মোবাইল নম্বরে প্রেরিত ওটিপি এবং পিনের প্রয়োজন বিধায় লেনদেনটি সম্পূর্ণরূপে নিরাপদ ও সুরক্ষিত।