নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ৩৯ বছরের বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতালব্ধ এম. শহীদুল ইসলাম প্রিমিয়ার ব্যাংকের কনসালট্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করার আগে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
ইতোপূর্বে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ব্যাংকিং জগতে প্রশংসনীয় অবস্থানে উন্নীত করেন ।
শহীদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ‘প্রবেশনারী অফিসার’ হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডে দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালন করেন এবং ১৯৯৭ সালে প্রাইম ব্যাংক লিমিটেডে যোগ দিয়ে শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ১১ বছর দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৮ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন এবং ২০১১ সালের ১ মার্চ ওই ব্যাংকে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০১৭ সালে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদানপূর্বক ২০১৮ সালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
৩৯ বছরের অধিক ব্যাংকিং ক্যারিয়ারে শহীদুল ইসলাম কর্পোরেট ক্রেডিট, এসএমই ক্রেডিট, বৈদেশিক বাণিজ্য, কনজ্যুমার ব্যাংকিং, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, সিন্ডিকেটেড ফাইন্যান্স, বৈদেশিক বিনিয়োগ, ফাইন্যান্স এবং ট্রেজারি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।
ইসলামিক ব্যাংকিং খাতের উন্নয়ন ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এম. শহীদুল ইসলাম, যুক্তরাজ্য ভিত্তিক ইসলামিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস প্রতিষ্ঠান ‘ক্যাম্ব্রিজ আইএফএ’ কর্তৃক ‘ইসলামিক ফাইন্যান্স পারসোনালিটি ২০২০’ অ্যাওয়ার্ডে ভূষিত হন।