বাহিরের দেশ ডেস্ক:
আজ ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
আগামী ২২-২৩শে এপ্রিল অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে জন কেরির এ সফর। এখন ভারত সফরে রয়েছেন জন কেরি। দিল্লি থেকে বিশেষ বিমানে তিনি ঢাকায় আসবেন। তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন কেরি। তার ঢাকা সফরে দুই দেশের বিভিন্ন বিষয়সহ জলবায়ু ইস্যুটি প্রাধান্য পাবে।