300X70
বৃহস্পতিবার , ৫ মে ২০২২ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কোম্পানীগঞ্জের সমস্যা নিরসনে যে সব কথা বললেন ওবায়দুল কাদের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৫, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ

আওয়ামী লীগের দু’গ্রুপের দীর্ঘদিনের দ্বন্দ্ব

নোয়াখালী প্রতিনিধি : প্রধানমন্ত্রী আমাকে বলেছে কোন প্রেগ্রামে এটেন্ট না করতে। তারপরও আমি আপনাদের সামনে এসে দু’একটি কথা বলছি।

আজ বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট ডাকবাংলোর হলরুমে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ঈদ প্রীতি পুর্নমিলনী অনুষ্ঠানে কাদের মির্জার প্রতিপক্ষ নেতাকর্র্মিদের মুখোমুখি হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

তিনি আরোও বলেন, আমি যখন কোম্পানীগঞ্জে এসেছি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমি খুব অচিরেই ঢাকা ডাকবো। দুই পক্ষকে নিয়ে বৈঠক করে আমি এ সমস্যার সমাধান করব।

এর আগে দুপুর ২টার দিকে নিজ বাড়িতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বিএনপির আন্দোলনের সমালোচনা করে বলেন, বিএনপি গত ১৩ বছরে ২৬ ঈদে আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু আন্দোলনের মুখ দেখেনি। বিএনপি আন্দোলনের কথা বললে মানুষ হাসে। তের বছরে পারলানা কোন বছর পারবে। তাদের আন্দোলন এখন প্রশ্ন সভায় এই বছর না ওই বছর। আন্দোলন হবে কোন বছর।

জানা গেছে, ৩৩ মাস পর নিজ নির্বচানী এলাকার কোম্পানীগঞ্জে আগমন উপলক্ষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা নিজ বাড়িতে সেতুমন্ত্রীকে বসুরহাট পৌরসভার পক্ষ থেকে বীর সম্মাননা ৭১ প্রদান করেন এবং দুপুরে প্রীতি ভোজের আয়োজন করেন।

অপরদিকে দুপুর ১টার দিকে মির্জার প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ বসুরহাট ডাক বাংলোয় এক ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করে। একপর্যায়ে তাদের ওই ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান জনসভায় রুপ নেয়। সেতুমন্ত্রী বিবদামন দুটি গ্রুপের পাল্টাপাল্টি দুটি কর্মসূচিতেই যোগ দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান,সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাস সিরাজীস সালেকিন রিমন,স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমূখ।

উল্লেখ্য, ২০১৯ সালের পর দীর্ঘ প্রায় ৩৩ মাস পর নিজ নির্বচানী এলাকায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে এসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত এক বছর নানা ঘটনায় সমালোচনায় পড়তে হয় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে।

আলোচনার সমালোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তাঁর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠছে সংগঠনের ভেতর থেকেই। বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ভাবীর বিরুদ্ধে কুটিল ভাষায় ব্যাপক বিষেদগার করেন। বিতর্কিত কর্মকান্ডের কারণে বার বার খারাপ সংবাদের শিরোনাম হয় কাদের মির্জা।

এতে স্থানীয় ভাবে সংগঠন পড়েছে বেজায় নাজুক অবস্থায়। স্থানীয় রাজনীতিকে কাদের মির্জা বিরোধী অংশের নেতৃত্ব দিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। তাঁর মূলত খুঁটি হচ্ছে কাদের মির্জার আপন তিন ভাগনে। বাদল ও ভাগনেদের বিরুদ্ধেও কাদের মির্জাও নানা অভিযোগ তুলেন।

একপর্যায়ে দুই গ্রুপের এ দ্বন্দ্ব সংঘাতে কাদের মির্জার প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তারই আপন তিন ভাগনে। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত ও সিরাজিস সালেকিন রিমন। মূলত কাদের মির্জার পারিবারিক ভুল বুঝাবুঝি সূত্র ধরে এ দ্বন্দ্বের সূত্রপাত।

এরপর উপজেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যেই এই বিরোধের ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জেলা আওয়ামীলীগের রাজনীতে এ অভ্যন্তরীণ বিরোধ ছড়িয়ে যায়। সেই বিরোধের জের ধরে গত কয়েকমাসে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে একজন সাংবাদিকসহ দুই জন নিহত হয়।

আহত হয় প্রায় এক হাজার নেতাকর্মি। পাল্টাপাল্টি ৭২টি মামলা হয়। এতে আসামি হয় উভয় পক্ষের প্রায় সাত হাজার তৃণমূলের নেতাকর্মি। এখনো বাড়ি ছাড়া রয়েছে হাজার হাজার নেতাকর্মি। ঈদুল ফিতর উদযাপন করতে অনেকে বাড়ি আসতে পারেনি।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

এমজিআই-এর শিল্প প্রতিষ্ঠান নতুন ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর

আত্রাইয়ে কয়েলের আগুনে গোয়ালঘরে পুড়লো গরু-ছাগল

গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে মন্ত্রী, উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

কুষ্টিয়ার দৌলতপুরে দুই চাচাতো বোনের আত্মহত্যা

আলোচিত চিত্রনায়িকা পরীমনি নিজের সম্পদের বর্ণনা দিলেন

স্বামীর উপর আভিমান করে ২য় স্ত্রীর আত্মহত্যা

পাটগ্রাম সীমান্তে বিএসএফে’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নদী দেখতে গিয়ে প্রাণ গেলো দুই বোনের

দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে পার্বত্য চট্টগ্রাম : কৃষিমন্ত্রী

বিইউপিতে ন্যাশনাল মুট কোর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ব্রেকিং নিউজ :