ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেনের আত্নার মাগফেরাত কামনায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহ মো. সোহাগ রনি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন৷
রবিবার (২৫ জুলাই) সারাদিন মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন মাদরাসায় পবিত্র কুরআন শরীফ খতম শেষে বিকেল ৫ টায় উপজেলার মোগরাপাড়া বাজারে মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিলাদের শুরুতে দমদমা এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি কবির মোল্লা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের স্মৃতিচারণ করে তার রুহের মাগফেরাত কামনা করেন। মিলাদে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী শাহ মো. সোহাগ রনির বাবা হাজী শাহ জামাল তোতা। আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মোল্লা, শামসুল আলম প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম।
তিনি বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ আমার ভাই চলে যাওয়ায় সোনারগাঁওয়ের জন্য অফুরন্ত ক্ষতি হয়েছে। তিনি শুধু আওয়ামী লীগ পরিবারের নেতা ছিলেন না৷ তিনি গোটা সোনারগাঁওয়ের নেতা ছিলেন। তিনি আমার একজন অভিভাবক ছিলেন।মহান আল্লাহ পাক তাকে জান্নাত বাসী করুক।