সংবাদদাতা, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে খুলনা-ঢাকা মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নারীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন যাত্রী। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মেঘনা এক্সপ্রেস পালেরহাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শিলারগঞ্জের সাপলেজা গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে মনির মল্লিক (৪০)।
এ ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি পুলিশ জব্দ করেছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ‘আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে দু’জনের মৃত্যু হয়েছে। এ এলাকায় দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ কারণে দুর্ঘটনা কমাতে অভিযান অব্যাহত থাকবে।’