নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের ফতুল্লায় গোপনে অভিযান চালিয়ে ২১ হাজার ৫৭০ পিস বিদেশী সিগারেটসহ মোঃ ইউসুফ (৩৪) নামের এক কালোবাজারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় ১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান বিপিএম আজ শুক্রবার বাঙলা প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, র্যাব-১০ এর এএসপি মিডিয়া এনায়েত কবীর সোয়েব আজ শুক্রবার বাঙলা প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিওিতে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার মধ্য সস্তাপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে একুশ হাজার পাঁচশত সত্তর পিস বিদেশী সিগারেটসহ সিগারেট কালোবাজারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার সিগারেট কালোবাজারী চক্রের সদস্য। সে বেশ কিছুদিন যাবত অবৈধভাবে দেশী ও বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ ও বিক্রয় করে আসছিল।
এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।