নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সম্প্রতি, এরিকসন ও কোয়ালকম টেকনোলজিসের সাথে অংশীদারিত্বের মাধ্যমে প্রি-কমার্শিয়াল ফাইভজি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক স্লাইসিং সল্যুশন পরীক্ষার সফলতা ঘোষণা করেছে বৈশ্বিক স্মার্ট ডিভাইস প্রতিষ্ঠান অপো। এন্টারপ্রাইজ নেটওয়ার্ক স্লাইসিংয়ের বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে এই সল্যুশন তৈরি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সারা বিশ্বের নেটওয়ার্ক অপারেটররা যাতে এটি স্থাপন করতে পারেন সেভাবে ডিজাইন করা হয়েছে।
এই তিন প্রতিষ্ঠান সম্প্রতি অপো’র ফাইভজি কমিউনিকেশনস ল্যাবে প্রি-কমার্শিয়াল ফাইভজি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক স্লাইসিং সল্যুশন প্রদর্শন করেছে। প্রথমবারের মতো এই সল্যুশন প্রদর্শনের সময়, কোর নেটওয়ার্ক, ওয়্যারলেস নেটওয়ার্ক ও চিপ মডিউলের মধ্যে সংযোগ স্থাপনে এরিকসন ও কোয়ালকম টেকনোলজিসের সাথে নিবিড়ভাবে কাজ করে অপো।
স্ন্যাপড্রাগন এক্স৬৫ মডেম-আরএফ সিস্টেম যুক্ত স্ন্যাপড্রাগন ৮ জেন ১ মোবাইল প্ল্যাটফর্ম বিশিষ্ট ও অ্যান্ড্রয়েড ১২ – কালারওএস ১২ ভিত্তিক উচ্চ কাস্টমাইজড সিস্টেম চালিত অপো ফাইন্ড এক্স৫ প্রো এর ভিত্তিতে এবং ইউজার ইউকুইপমেন্ট রুট সিলেকশন অ্যান্ড পলিসি কন্ট্রোল (ইউআরএসপি)-এ এরিকসন ফাইভজি কোরের ডায়নামিক নেটওয়ার্ক স্লাইসিং সিলেকশন এবং ফাইভজি আরএএন স্লাইসিং সল্যুশন ব্যবহারের মাধ্যমে এই টিম প্রি-কমার্শিয়াল ফাইভজি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সল্যুশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ও নেটওয়ার্ক ট্রাফিক আলাদা করার বিষয়টি প্রদর্শন করে।
এটি ডিভাইস না বদলে স্লাইসের মাধ্যমে নির্দিষ্ট প্রয়োজনীয়তা অনুসারে অ্যাপ্লিকেশন এবং এন্টারপ্রাইজ সেবা পরিচালনায় সক্ষম করে৷ এই নতুন সল্যুশনের ফলে, যেসব অ্যাপ সুনির্দিষ্ট নেটওয়ার্ক স্লাইস অ্যাক্সেস করতে সক্ষম সেগুলো মোবাইল অ্যাপের মেইন আইকনের পাশে প্রদর্শিত ছোট আইকনের মাধ্যমে সহজেই শনাক্ত করা যাবে।
অপো’র ক্যারিয়ার প্রোডাক্ট লাইনের সিনিয়র ডিরেক্টর শিয়া ইয়াং বলেন, “ফাইভজি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক স্লাইসিং ফাইভজি’র নানাবিধ অ্যাপ্লিকেশন বোঝার মূল চাবিকাঠি।”
তিনি আরও বলেন, “টেকনোলজি ফর ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ড-আমাদের প্রতিষ্ঠানের এই লক্ষ্যের ওপর ভিত্তি করে ফাইভজি এন্টারপ্রাইজ স্লাইসিং প্রযুক্তির বাণিজ্যিকীকরণকে এগিয়ে নিতে অপো টেক ইকোসিস্টেমে এর শক্তিশালী উদ্ভাবনী ও অংশীদারিত্বকে কাজে লাগাবে। আমাদের অংশীদারদের সাথে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে অপো’র বিস্তৃত পরিসরের পণ্যের ব্যবহারকারীদের সবার আগে কাস্টমাইজড ফাইভজি কানেক্টিভিটির অভিজ্ঞতা লাভে সক্ষম করবো।”
এরিকসন’র বিজনেস এরিয়া ক্লাউড সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস’র হেড অব সল্যুশন এরিয়া প্যাকেট কোর মনিকা জেথজন বলেন, “ফাইভজি নেটওয়ার্ক স্লাইসিংয়ের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নেটওয়ার্কের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও ফ্লেক্সিবিলিটি সংক্রান্ত প্রয়োজনীয়তা মেটাতে পারবে৷ অপো ও কোয়ালকম টেকনোলজিস’র অংশীদারিত্ব এবং এরিকসন’র ডুয়াল-মোড ফাইভজি কোর ও ফাইভজি আরএএন স্লাইসিং ব্যবহারের মাধ্যমে তৈরি এই সল্যুশন ব্যবসা প্রতিষ্ঠানকে আরও কার্যকরী ফাইভজি সেবা প্রদানের জন্য সিএসপি’র (কাস্টমার সার্ভিস পয়েন্ট) ভিত্তি দাঁড় করাবে।”
কোয়ালকম টেকনোলজিস, ইনকরপোরেটেড’র প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট সুনীল প্যাটেল বলেন, “বাণিজ্যিক ফাইভজি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক স্লাইসিং প্রদর্শন ফাইভজি স্ট্যান্ডঅ্যালোন (এসএ) প্রতিশ্রুতি পূরণে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।” তিনি আরও বলেন, “অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুযায়ী ফাইভজি’র সক্ষমতা কাস্টমাইজ করতে স্লাইসিংয়ের বাণিজ্যিকীকরণ ফাইভজি নেটওয়ার্ক কে এক ধরণের টুল প্রদান করবে।”
একটি ফিজিক্যাল নেটওয়ার্ককে একাধিক ভার্চুয়াল এন্ড-টু-এন্ড নেটওয়ার্কে বিভক্ত করার মাধ্যমে ফাইভজি নেটওয়ার্ক স্লাইসিং নির্দিষ্ট চাহিদা ও ব্যবহারের জন্য স্বাধীন, কাস্টমাইজড নেটওয়ার্ক রিসোর্স প্রদান করে। এটি আরও ফ্লেক্সিবল ও কার্যকর ফাইভজি নেটওয়ার্ক প্রদানের জন্য অধিক সংখ্যক ফাইভজি রিসোর্স উন্মোচন করে। বাণিজ্যিক ক্ষেত্রে প্রয়োগের লক্ষ্যে প্রতিষ্ঠানগুলো এখন ইকোসিস্টেম, ডিভাইস ও নেটওয়ার্কের ডিটেইল চূড়ান্ত করার প্রচেষ্টা আরও জোড়ালো করবে।
বাণিজ্যিক নেটওয়ার্ক স্লাইসিং প্রযুক্তি খাতে প্রবৃদ্ধির নতুন ক্ষেত্র উন্মোচন করবে
নেটওয়ার্কের সাথে যারা কানেক্ট করবে, তাদের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে ফাইভজি নেটওয়ার্ক স্লাইসিং বিভিন্ন নেটওয়ার্ক প্রপার্টি, যেমন- ল্যাটেন্সি, ব্যান্ডউইথ, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা ইত্যাদির মাধ্যমে স্বাধীন ভার্চুয়াল নেটওয়ার্ক ‘স্লাইস’ তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, স্বয়ংক্রিয় ড্রাইভিং অ্যাপ্লিকেশনের জন্য উচ্চ ব্যান্ডউইথ ও কম ল্যাটেন্সি যুক্ত নেটওয়ার্ক তৈরি করা যাবে। এটি রাস্তায় নিরাপদে চলার জন্য যানবাহনকে প্রয়োজনীয় ডেটা ও কম্পিউটিং থ্রুপুট নির্ভুলভাবে প্রেরণের নিশ্চয়তা প্রদান করবে।
এমনকি নির্দিষ্ট গেম বা প্ল্যাটফর্মের জন্য নেটওয়ার্ক স্লাইস তৈরি করা যাবে, যা নেটওয়ার্কের অন্যান্য ট্র্যাফিক এড়িয়ে ব্যবহারকারীদের আরও উন্নত ও অসাধারণ কানেক্টিভিটি প্রদান করবে। স্মার্ট ফ্যাক্টরির মতো আইওটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে নেটওয়ার্ক স্লাইস অসংখ্য কানেক্টেড ডিভাইসের মাধ্যমে কম ল্যাটেন্সি ও অধিক নির্ভরযোগ্যতার সাথে আরও বেশি স্মার্ট অপারেশনের ভিত্তি প্রদানে সহায়তা করবে।
বেশ কয়েক বছর যাবত নেটওয়ার্ক অপারেটর ও অন্যান্য অংশীদারদের সাথে ফাইভজি নেটওয়ার্ক স্লাইসিং সংক্রান্ত রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট পরিচালনা করছে অপো।
এর আগে, যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটিতে প্রথম ফাইভজি এসএ নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ভোডাফোন ও এরিকসনের সাথে অংশীদারিত্ব করে প্রতিষ্ঠানটি। এখানে অপো প্রথমবারের মতো ফাইভজি এসএ নেটওয়ার্ক স্লাইসিং প্রযুক্তিও প্রদর্শন করে। ফাইভজি টার্মিনাল স্লাইসিং পরীক্ষা ও ভেরিফিকেশন সম্পন্ন করতে চায়না মোবাইলের সাথেও কাজ করেছে অপো।
ভবিষ্যতে অপো ফাইভজি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক স্লাইসিং স্থাপন ও ব্যবহার বৃদ্ধির জন্য বৈশ্বিক অপারেটরদের সাথে কাজ অব্যহত রাখবে এবং এর মাধ্যমে বাণিজ্যিক অংশীদার ও ব্যবহারকারীদের আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও ফ্লেক্সিবল ফাইভজি যোগাযোগের সক্ষমতা প্রদান করবে।