নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : গত ৩০ অক্টোবর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর কার্যনির্বাহী কমিটি-২০২১ বরণ ও বেস্ট রিপোর্টিং এ্যাওয়ার্ড-২০২১ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, বিপিএম(বার),কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি); মো: খুরশীদ হোসেন বিপিএম(বার),পিপিএম, অতিরিক্ত আইজিপি।
অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তফা খায়ের এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মাসুদুর রহমান শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজান মালিক, সভাপতি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন(ক্র্যাব)।