প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের নিজ কার্যালয়ে ১৩ এপ্রিল সকাল ১১ টায় সংগঠনটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। কাউন্সিল অধিবেশনে উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। কাউন্সিলরদের কন্ঠভোটে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহবুব হোসেন লিটু সভাপতি, দৈনিক ভোরের ডাক পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি জাকারিয়া মিঞা সাধারণ সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজ ও দৈনিক আলোকিত সকাল, দৈনিক মাধুকর পত্রিকার জেলা প্রতিনিধি রতিকান্ত রায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে ঢাকা হেড লাইনস এর আব্দুল জলিল, সহ-সভাপতি দৈনিক আলোকিত সকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান ও দৈনিক গনমুক্তি পত্রিকার উপজেলা প্রতিনিধি তানভীর হোসাইন রাজুসহ ১৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়।