সংবাদদাতা, ফেনী: ফেনী থেকে অপহৃত ১১ বছরের এক কন্যা শিশুকে ১৮ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব।
বুধবার রাতে চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ার্লেস কলোনি থেকে অপহরণকারী মো. আলাউদ্দিন ওরফে রাসেলকে (৩৬) গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত মো. আলাউদ্দিন ওরফে রাসেল ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার আলাইয়াপুর গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গত ৩০শে জানুয়ারি বিকেলে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার ১১ বছর বয়সী এক কন্যা শিশু পার্শ্ববর্তী এলাকায় ব্যাডমিন্টন খেলবে বলে বাসা থেকে বের হয়। পরে রাত পর্যন্ত শিশুটি বাসায় না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে ওই রাতে ফেনী মডেল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির মা। পরে বিষয়টি র্যাবকে জানালে র্যাব তথ্য প্রযুক্তি সহায়তায় জানতে পারে অপহৃত শিশুটি চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ার্লেস কলোনীর জনৈক মো. আব্দুর রহমানের ভাড়া বাসায় অবস্থান করছে।
বুধবার রাতে র্যাবের একটি দল চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ার্লেস কলোনীতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী মো. আলাউদ্দিন ওরফে রাসেলকে আটক করে র্যাব।
র্যাবের সহকারী পরিচালক মো. জুনায়েদ জাহেদী আরও জানান, আটককৃত আসামী ও উদ্ধারকৃত শিশুটিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।।