নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রতিরোধ দেশে চলছে কঠোর লকডাউন। সরকারি বিধিনিষেধ চলাকালে ফেরিতে গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার (৯ জুলাই) থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন। চলমান এ লকডাউনে কঠোর স্বাস্হ্যবিধি মেনে শুধুমাত্র জরুরী পণ্যবাহী গাড়ী ও এ্যাম্বুলেন্স পারাপার করা হবে। বিআইডব্লিউটিসি আজ দুপুরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।