300X70
সোমবার , ১৮ অক্টোবর ২০২১ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট, ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৮, ২০২১ ৯:৩০ পূর্বাহ্ণ

সংবাদদাতা, শরীয়তপুর: কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন ‘অবমাননার’ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ায় শরীয়তপুর সদর উপজেলায় শহীদুল ইসলাম ঢালী নামে এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বহিষ্কারের বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।

শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুজ্জামান সিকদার রোববার গণমাধ্যমকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম ঢালী সদর উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন বলেও জানান তিনি।

রাশেদুজ্জামান বলেন, ‘সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক নোটিশের মাধ্যমে গত ১৪ অক্টোবর রাতে তাকে বহিষ্কার করা হয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। সম্প্রতিকালে কুমিল্লায় কোরআন ‘অবমাননার’ বিষয়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে সদর উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ঢালী ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেন। ওই পোস্টের মাধ্যমে তিনি ছাত্রলীগসহ ধর্মপ্রাণ মুসলিমদের আন্দোলন করার জন্য রাজপথে নামার আহবান জানান। যেটা ছাত্রলীগের নেতা হিসেবে তিনি করতে পারেন না। তাই অসাম্প্রদায়িকতাপূর্ণ মনোভাব ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শহীদুল ইসলাম ঢালী ধর্মীয় উসকানিমূলক যে পোস্টটি ফেসবুকে দেন। বিষয়টি নিয়ে ১৪ অক্টোবর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জনসাধারণের কাছ থেকে নানা ধরনের অভিযোগ আসতে থাকে। তখন সিনিয়র নেতাদের পরামর্শে ১৪ অক্টোবর রাতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।’

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক ভ্রাতৃতের দেশ। প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা যারা লালন করে তারাই ছাত্রলীগ করেন। ছাত্রলীগের এক নেতা সেটা ভঙ্গ করে অন্যায় করেছেন। সারা দেশের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করছেন। তখন এক নেতার উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড আমাদের বিব্রত করে। তাই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম ঢালী গণমাধ্যমকে বলেন, ‘আমি একজন মুসলমান। একজন মুসলমান হিসেবে আমি কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআনের অবমাননার প্রতিবাদ স্বরূপ কাজটি করে, আমি সঠিক কাজটি করেছি। আমি মনে করি কোনো ভুল কাজ করিনি। ভাবতে পারিনি এ অপরাধে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তবে, এতে আমার কোনো দুঃখ নেই।’

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

১৩ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৮.৮ ডিগ্রি

বাংলাদেশসহ আন্তর্জাতিক ফ্লাইট বাড়িয়েছে সৌদিয়া

আসছে টিইউভি রাইনল্যান্ড সার্টিফাইড রিয়েলমি সি৩৫

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

ধ্বংসস্তূপের নিচে বাঁচার শঙ্কা কম, বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: ‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

ব্রাহ্মণবাড়িয়ার ৩টি স্কুলে সম্প্রসারিত হলো বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

শিক্ষাপ্রতিষ্ঠানে বেশি করে গাছ লাগাতে হবে : পরিবেশমন্ত্রী

পূবালী ব্যাংক কর্মচারী সংঘের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্রেকিং নিউজ :