সংবাদদাতা,বগুড়া: বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ওই এলাকার নওশাদ আলীর ছেলে। সে টিটিসিতে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বগুড়া উপশহর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুজন মিঞা জানান, শুক্রবার রাত ৯টার দিকে রবিউলের উরুতে চাকু মারে দুর্বৃত্তরা। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রবিনের মৃত্যু হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কি কারণে এ হত্যাকাণ্ড, তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। শিগগিরই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হবে।