কিশোরগঞ্জ প্রতিনিধি: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে এ ভূখণ্ড (বদ্বীপ) কোনকালে বাঙালি শাসন করতে পারেনি। দীর্ঘ শোষণ, বঞ্চনা ও পরাধীনতার ইতিহাসে মাঝে মাঝে তিতুমীর, সূর্যসেন, প্রীতিলতা প্রমুখ স্বাধীনতা সংগ্রামী-বিপ্লবীদের মাধ্যমে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন দানা বাঁধলেও তাঁরা কেউ চূড়ান্ত বিজয় তথা স্বাধীনতা এনে দিতে পারেননি। একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। তাঁর নেতৃত্বেই বাঙালি জাতির হাজার বছরের পরাধীনতার অবসান ঘটেছে।
প্রতিমন্ত্রী আজ বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ‘ঐতিহাসিক বড়ইতলা শহীদ স্মৃতি সৌধ চত্বরে’ ঐতিহাসিক বড়ইতলা বধ্যভূমি পরিদর্শন এবং এ উপলক্ষ্যে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, শুধুমাত্র জাতির পিতার নেতৃত্বে ও তাঁর আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। কোন মেজরের আহবানে এদেশ স্বাধীন হয়নি। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৩ অক্টোবর আজকের এ সমাবেশের স্থানে (বড়ইতলা) পাক হানাদার বাহিনী কর্তৃক ৩৬০ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল যা পাকবাহিনীর নৃশংসতার স্বাক্ষর বহন করে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী শুধু ধর্ম দেখে মানুষ হত্যা করেনি। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে হত্যা করেছিল। এদেশের স্বাধীনতার জন্য সকল ধর্মের মানুষ আত্মত্যাগ করেছে।
কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর সভাপতি এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজাল প্রমুখ।
প্রতিমন্ত্রী এর আগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে অবস্থিত প্রয়াত অস্কারবিজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়ি এবং করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে অবস্থিত ঈশা খাঁর জঙ্গলবাড়ি দুর্গ পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী পরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।