নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিশ্ববিদ্যালয়সমূহের গুণগত মানোন্নয়নে বিরাট ভূমিকা রাখছে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে সম্পাদিত ও পরিচালিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিশ্ববিদ্যালয়সমূহের সার্বিক গুণগত মানোন্নয়নে বিরাট ভূমিকা রাখছে।
এপিএ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটিসমূহ যথাযথভাবে দায়িত্বপালন করলে বিশ্ববিদ্যালয়গুলোই সকল দিক থেকে লাভবান হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সোমবার ২৭ জুন ২০২২ইং তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত এপিএ, আইকিউএসিসহ বিভিন্ন কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য একথা বলেন।
আইকিউএসি এর পরিচালক ও রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জেসমিন বানুর সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মাননীয় উপাচার্য আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষা, চিকিৎসাসেবা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম জোরদার করেছে। পিএইচডি ডিগ্রী চালু করেছে। ২০০ শিক্ষক চিকিৎসকের পদোন্নতি দেওয়া হয়েছে। ৭০০ নার্স নিয়োগ দেওয়া হয়েছে। ৯০০ কর্মচারী চাকুরী নিয়মিত করা হয়েছে। এলামনাই এসোসিয়েশন চালু করা হয়েছে।
সাধারণ জরুরি বিভাগ চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের জার্নাল নিয়মিতভাবে প্রকাশ করা হচ্ছে। অটিজম সংক্রান্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার এবং শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক ইনস্টিটিউট অবশ্যই প্রতিষ্ঠা করা হবে।
কার্ডিওলজি, ডার্মাটলজিসহ বিভিন্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। বিভিন্ন বিষয়ে বিশেষ করে বিভিন্ন সাবস্পেশালিটিতে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির লক্ষ্যে ১ বছর মেয়াদী ফেলোশীপ কোর্স চালু করা হবে। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে শুদ্ধাচারের উপরেও গুরুত্বারোপ করেন।