300X70
শুক্রবার , ১৭ জুন ২০২২ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বজ্রপাতে নান্দাইল ও তারাশে তিন শিশুসহ নিহত ৪

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৭, ২০২২ ৭:১১ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বজ্রপাতে তিন শিশুসহ ৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে আজ শুক্রবার বিকালে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন শিশু এবং তাড়াশে বজ্রপাতে কৃষকসহ তিন‌টি গরুর মৃত্যু হয়েছে।

আরএন, শ্যামা নান্দাইল থেকে জানান: ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে শুক্রবার বিকালে বাড়ির সামনে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন শিশু নিহত হয়েছে। নিহতরা হচ্ছে নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন শহিদুল্লাহ’র পুত্র সাঈদ আহম্মদ (১২), পংকরহাটি গ্রামের হাদিছ মিয়ার পুত্র স্বাধীন মিয়া (১০) ও বিল্লালের পুত্র শাওন (৮)।

নিহত সাঈদ আহম্মদ ও স্বাধীন তারা দুজনই হেফজ বিভাগের শেষ অধ্যায়ের ছাত্র। অপরদিকে শাওন নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। দুপুরে ঝিরিঝিরি বৃষ্টিতে তারা বাড়ির সামনে মাছ ধরতে গেলে হঠাৎই বজ্রপাতে আহত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে দ্রুত নান্দাইল উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

একই সাথে তিনজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
প্র‌তি‌নি‌ধি, তাড়াশ থেকে জানান : সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে একজন কৃষকসহ তিন‌টি গরুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুন) দুপুরে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত নারায়ন চন্দের ছেলে দূর্গা চরন (৫২) বজ্রপাতে মারা যান।

অপর‌দি‌কে উপ‌জেলার শ্রীকৃষ্ণপুর গ্রা‌মে দু‌টি ও জাহাঙ্গীরগাতী গ্রা‌মে এক‌টি গরু মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়ার বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম মীর।

এলাকাবাসী সুত্রে জানা, গেছে বেলা সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া মাঠে দুর্গাচরণ কৃষিকাজ করছিলেন এমন সময় বৃষ্টি শুরু হলে দমকা বজ্রপাতে তিনি অসুস্থ হয়ে পড়ে। বাড়ীর লোকজন তাকে খুঁজেতে মাঠে গেলে দুর্গাচরণ কে গুরতর অসুস্থ অবস্থায় মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন।

পর তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু সায়েম বলেন, হাসপাতালে আনার আগেই উনি মারা গিয়েছেন।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর