সংবাদদাতা, নারায়ণগঞ্জ: বন্দরে পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ক্যাপ রোমান ও অনিক গ্রপের রক্তক্ষয়ী সংঘর্ষে ক্যাপ রোমান (৩৬) নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টায় বন্দরের ঘারমোড়া বাজারস্থ রশীদ সরদার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ক্যাপ রোমান নাসিক ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, এ দু’গ্রুপের মধ্যে পোড়া মবিলের ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন যাবত দ্বন্দের জেরে এ হত্যাকাণ্ড।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষের খবর পেয়ে আমিসহ বন্দর থানার একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে আসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাবাসী জখম অবস্থায় ক্যাপ রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।