বাঙলা প্রতিদিন নিউজ : বর্তমানে দেশে চলমান বন্যা পরিস্থিতিতে বন্যাকবলিত এলাকার বন্যাদুর্গতের সাহায্য সহযোগিতার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন যুব সংগঠন ও স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলো কার্যক্রম পরিচালনা করছে। যার বিবরণ নিম্নরূপঃ
লক্ষীপুর জেলা
লক্ষীপুর জেলার বিভিন্ন উপজেলার যুব সংগঠন সমুহের ত্রান তৎপরতা নিম্নরূপ:
১। রামগঞ্জ উপজেলার সেইভ এন্ড সেফ নামক যুব সংগঠন সরকারি ত্রাণ ভোলা কোট গ্রামে ১২০ব্যাগ,শাকতলা গ্রামে ৪০ ব্যাগ,আউগানখীল ও রতনপুরে ৪০ ব্যাগ করে ৮০ ব্যাগ বিতরণে সহায়তা করে।
২। রামগঞ্জ উপজেলার সংসপ্তক যুব সংগঠন ইছাপুর ইউনিয়নের সোন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ এবং ঢাকা থেকে আসা একটি দলের ১০০ ব্যাগ ত্রাণ ইছাপুর ইউনিয়নের পানি বন্দি মানুষের মধ্যে বিতরণে সহায়তা করে।
৩। সদর উপজেলার বি,কে,বি নামক সংগঠন সরকারি ত্রাণ দিঘলি ইউনিয়নের পানি বন্দি ৩০০ জন এবং চট্টগ্রাম থেকে ত্রাণ নিয়ে আসা একটি দলের ২০০ ব্যাগ খাদ্য সামগ্রী দত্ত পড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামে বিতরণের কাজে সহায়তা করে।
৪। রায়পুর উপজেলার পি, পি,কে,এস নামক সংগঠন শায়াস্থানগর গ্রামে ৫০টি পানি বন্দী পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করে।
মৌলভীবাজার জেলা
গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টিপাত না হওয়ায় এবং পানি নেমে যাওয়ায় মৌলভীবাজার জেলার সব উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। লোকজন প্রায় সব আশ্রয়কেন্দ্র থেকে ঘরবাড়িতে ফিরেছে। বন্যার পানি কমার সাথে সাথে ঘরবাড়ি ও রাস্তা ঘাট ব্যাপক ভাংগনের কবলে পড়েছে এবং সুপেয় পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
দূরবর্তি এলাকাগুলোতে ঠিক ভাবে ত্রাণ পৌছাচ্ছে না। দূর্গত এলাকার মৎস্য, পৌল্ট্রী খামার, গবাদি পশু ও কৃষিজ ক্ষেত-খামারগুলো পানিতে ভেসে গেছে। এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, পানিবাহিত রোগের চিকিৎসা, বিশুদ্ধ খাওয়ার পানি ও খাবার খুবই জরুরী হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার সাথে স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলো বন্যা দূর্গতদের বিদ্ধস্থ ঘরবাড়ি ও রাস্তা ঘাট মেরামত, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান, খাবার পানি, পানি বিশুদ্ধকরন টেবলেট ও শুকনো খাবার বিতরণসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।
চট্টগ্রাম জেলা
চট্টগ্রাম জেলায় বিভিন্ন উপজেলার যুব সংগঠন সমুহের ত্রান তৎপরতা নিম্নরূপ:
১। হিলভিউ ক্লাব: ফটিকছড়ি উপজেলার ভুজপুর গ্রামে রাস্তা মেরামত, পুনর্বাসন এবং ঔষধ বিতরণ করেছে।
২। কালার্স একাডেমী: ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামে আলু, পেঁয়াজ, তেল ও আটা বিতরণ করেছে।
৩। অদম্য যুব সংঘ: ৭নং কাটাছড়া ইউনিয়নে জেলে পাড়ায় ১০০ প্যাকেট ত্রাণ বিতরণ করেছে।
৪। মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ: ৯নং মীরসরাই ইউনিয়নে রাস্তা মেরামত, পুনর্বাসন এবং শুকনো খাবার বিতরণ করেছে।
৫। আদর্শ বন্ধু ফোরাম যুব সংঘ: ৩নং জোরারগঞ্জ ইউনিয়নে চাল, ডাল, আলু ও তেল বিতরণ করেছে।
৬। কামরাবাদ যুব সংঘ: ফটিকছড়ি উপজেলার নারায়নহাট এলাকায় রাস্তা মেরামত, পুনর্বাসন এবং ঔষধ বিতরণ করেছে।
৭। সীতাকুন্ড যুব ব্লাড ফাউন্ডেশন: নোয়াখালীতে ৫০০ জন বন্যার্তদের মাঝে খিচুড়ি বিতরণ করেছে।
৮। সময় যুব সংঘ: হা্টহাজারী উপজেলার ফতেহপুর গ্রামে রাস্তা মেরামত, পুনর্বাসন এবং শুকনো খাবার বিতরণ করেছে।
৯। স্বপ্নীল সীতাকুন্ড: ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নে রাস্তা মেরামত, পুনর্বাসন এবং শুকনো খাবার বিতরণ করেছে।
১০। বিশ্বাস সমাজ উন্নয়ন ফাউন্ডেশন: ফটিকছড়ি উপজেলার বাগানবাজার এলাকায় মেডিকেল ক্যাম্প এবং শুকনো খাবার বিতরণ করেছে।
১১। আদর্শ ছাত্র ও যুব সমাজ: বারৈয়ারহাট, ঝুলন, দক্ষিন নাহেরপুর এবং আলী মার্কেট এলাকায় ৫০০০ পরিবারের মাঝে নতুন কাপড় এবং ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, লবণ ও তেল বিতরণ করেছে।
উল্লেখ্য যে, মীরসরাই, হা্টহাজারী ও ফটিকছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাগণ স্ব স্ব উপজেলা প্রশাসনের সাথে পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহন করছে।
সিলেট জেলা
সিলেট জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক। সিলেট জেলার যুব সংগঠন সমূহের ত্রাণ কমিটি ফেনী জেলায় ১,০০,০০০/- টাকার খাদ্য সামগ্রী নিয়ে ৫ জনের একটি টিম আজ রওয়া হয়েছেন। ২০০টি পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
নোয়াখালী জেলা
নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। বিভিন্ন উপজেলার যুব সংগঠন সমুহের ত্রান তৎপরতা নিম্নরূপ-
সোনাইমুড়ী উপজেলার যুব সংগঠন গুলোর কার্যক্রম:
১। কাবিলপুর যুব উন্নয়ন সংস্থা: বজরা হাই স্কুল আশ্রয় কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।
২। এসো গড়ি উন্নয়ন সংস্থা: বেগমগঞ্জ জ্য়লস্কর হাই স্কুল আশ্রয় কেন্দ্রে ২০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছে।
৩। ব্যাংকন যুব উন্নয়ন সংস্থা: সোনাইমুড়ি হাই স্কুল আশ্রয় কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান ও খাবার স্যালাইন বিতরণ করেছে।
নোয়াখালী সদর উপজেলার যুব সংগঠন সমূহের কর্মসূচি:
১। স্বপ্নচূড়া যুব সংসদ: ভাটিতেক ও মান্নান নগর এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনা খাবার বিতরণ করেছে।
২। প্রগ্রেসিভ ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন: কবিরহাট উপজেলার সুন্দলপুর ও রাজুরগাঁও এলাকায় ২০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করেছে।
৩। মনের বাড়ি যুব উন্নয়ন সংস্থা: নোয়াখালী সরকারি কলেজে মেডিকেল টিমের সাথে কাজ করছে।
৪। আলো যুব উন্নয়ন সংস্থা: অশ্বদিয়া ও সালেপুর আশ্রয়কেন্দ্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনো খাবার বিতরণ করেছে।
৫। বাঁধেরহাট যুব উন্নয়ন সংস্থা: ২নং দাদপুর, ৩নং নোয়াননয় এবং ৮নং এজবালিয়া ইউনিয়নের শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ঔষধ বিতরণ করেছে।
৬। সহযোগিতা যুব কল্যাণ সংস্থা: আহমদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ও পানি বিশুদ্ধকরণ ঔষধ বিতরণ করেছে।
ফেনী জেলা
যুবসংগঠন “যুব অঙ্গন ফেনী” ফেনী পৌর এলাকায় ১০০ পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ এবং সেনাবাহিনীর সহযোগিতায় সদর উপজেলার আওতায় মধুয়াই এলাকায় ৫০০ লোকের চিকিৎসা সেবা প্রদান করেছে।
কুমিল্লা জেলা
কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার যুব সংগঠন সমুহের ত্রান তৎপরতা বর্ননা করা হলো:
১। “নবনীতা যুব মহিলা ক্লাব” চৌদ্দগ্রাম উপজেলার চিলপাড়া, নোয়াপাড়া, মুন্সীরহাট, যাত্রাপুর, রামচন্দ্রপুর এবং দক্ষিন শ্রীপুর এলাকায় ৯০০ ব্যাগ শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যানিটারী ন্যাপকিন এবং ঔষধ বিতরণ করেছে। জুগীর্খিল এবং শলাকান্দি গ্রামে ৪০০ ব্যাগ ভারী খাবার ও স্বাস্থ্য সেবা প্রদান করেছে।
২। “নাইসলুক যুব মহিলা সমাজ কল্যাণ সংস্থা” বুড়িচং উপজেলার চালনাগ্রাম এলাকায় ১৫০ জনের মধ্যে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করেছে।
৩। “আলোকিত যুব উন্নয়ন সংস্থা” রাজাপুর, শংকুচাইল, দক্ষিনগ্রাম, ছয়গ্রাম এবং কালিকাপুর গ্রামে ১০০ প্যাকেট চিড়া, গুড়, লবণ, সেমাই ও পানি এবং ৫০০প্যাকেট বিরিয়ানী বিতরন করেছে।
৪। ব্রাহ্মণপাড়া উপজেলার বরদশিয়া গ্রামে প্রকৌশলী আতিক ৫০প্যাকেট মুড়ি, বিস্কুট, চিড়া ও পানি বিতরণ করেছে।
৫। “জয়যাত্রা যুব উন্নয়ন সংস্থা” বুড়িচং ও মণোহরগঞ্জ উপজেলায় ৩৫০প্যাকেট চিড়া, গুড়, মুড়ি, স্যালাইন, ঔষধ ও বিস্কুট, এবং চৌদ্দগ্রাম এলাকায় ১৫০প্যাকেট চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তেল মরিচ ও হলুদ বিতরণ করেছে।
৬। “যুব সংসদ বাংলাদেশ” বুড়িচং উপজেলায় ২টি গ্যাসের চুলা এবং ২টি গ্যাস সিলিন্ডার বিতরণ করেছে।
খাগড়াছড়ি জেলা
খাগড়াছড়ি জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। এলাকাবাসী নিজ নিজ কাজে ফিরে এসেছে। জেলা প্রশাসন বিষয়টি তদারকি করছে।
কক্সবাজার জেলা
কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। পানি ২/১ দিনের মধ্যে সরে গেছে। তাই এখন আর যুব সংগঠনসমূহ ত্রাণ বিতরণে তৎপর নয়। জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা
ব্রাহ্মনবাড়িয়া জেলাধীন আখাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। বাড়িঘর ও রাস্তাঘাট থেকে পানি একেবারেই নেমে গেছে। বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পূনর্বাসনের কাজ চলছে। নিবন্ধিত যুব সংগঠন “আলোকিত ধর্মনগর যুব সংঘ” এর সভাপতি জনাব মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে উক্ত এলাকায় সংগঠনের সদস্যরা স্বেচ্ছশ্রমের ভিত্তিতে পূনর্বাসন কাজে সহায়তা করছে।
এছাড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ঢাকা, বগুড়া, চাঁদপুর, বরিশাল জেলাসহ অনেক জেলার যুব সংগঠনসমূহ রেসকিউ টিম গঠন করে বন্যাদুর্গত এলাকায় জানমাল রক্ষার্থে কাজ করে যাচ্ছে। পাশাপাশি নগদ অর্থ সহায়তাসহ বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে।