প্রতিনিধি বরগুনা: নানা আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে বাঙালীর প্রাণের উৎসব শুভ নববর্ষ।
জেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাসের জন্য ছোট পরিসরে শিমুল তলা মঞ্চে সূর্যোদয়ের পর বাংলা নববর্ষকে আবাহন জানিয়ে বৈশাখী বন্দনার মধ্য দিয়ে বাংলা নববর্ষের শুভ সূচনা হয়।
সকাল ৮টায় বরগুনার আকর্ষণ খেলাঘর, উদিচি ও জেলা প্রশাসনসহ সম্মিলিত ভাবে জেলা শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জালাল উদ্দীন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, এনডিসি নাজমুল ইসলাম, জেলা প্রশাসকের প্রতিনিধি বৃন্দ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন, সাংবাদিক, পুলিশ সহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ-১৪২৯ সবার জীবনে আরও সমৃদ্ধি বয়ে আনবে।
চতুর্থ শিল্পবিপ্লব প্রসূত সুযোগের সদ্ব্যবহার করে বিজ্ঞান ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশ নবউদ্যোমে আরও এগিয়ে যাবে এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সফল হবে।