প্রতিনিধি, বরিশাল: প্রতিবন্ধি তরণীকে ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বরিশালের মুলাদী উপজেলায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষনের মামলায় আসামী শরীফুল ইসলাম হাওলাদার ওরফে মুরসালিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল।
আজ বুধবার দুপুর সোয়া ১২টায় বিচারক আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। তবে মামলার বাদী এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার আপিল করবে বলে জানিয়েছে।
আদালতের সরকারি কৌশুলী জানান, ২০১৬ সালের ২৬ এপ্রিল মুলাদী উপজেলার রামারপোল এলাকার শরিফুল ইসলাম ওরফে মুরসালিন তার পাশ্ববর্তি বাড়ির বাসিন্দা হেলনো আক্তারের মানসিক ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে আমিনা আক্তারকে ধর্ষন করে। এই ঘটনায় হেলেনা আক্তার পরদিন মুলাদী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে।
৭ জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত শরিফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন। প্রয়োজনে আসামীর স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে বাদী পক্ষকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন বিচারক।