বাঙলা প্রতিদিন প্রতিবেদক : তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঢাকাসহ সারাদেশের জনজীবন। প্রচন্ড গরমেও জীবিকা নির্বাহে কাজ করতে হচ্ছে ঢাকার শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের। আজ রোববার (২৮ এপ্রিল ২০২৪) রাজধানীর ঢাকা উদ্যান সংলগ্ন বেড়িবাঁধ প্রধান সড়কে তীব্র তাপ প্রবাহে প্রায় এক হাজার রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে দেশের অন্যতম বেসরকারি বিশ^বিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো: তুহিন হোসেনের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ফারজানা সালাম, রুবাইয়াত সাইমুন চৌধুরী, সবুজ হোসেন, হাসান তালুকদার প্রমুখ।
পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী ও রিকশাচালকরা বলেন, এই প্রচন্ড গরমে আমাদের কথা চিন্তা করে বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যে উপহার দিয়েছে, তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।
আয়োজকদের অন্যতম মো: তুহিন হোসেন বলেন, আমাদের বিভাগ থেকে এর আগেও এ ধরনের জাতীয় দুর্যোগে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এবারের তাপ প্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ প্রয়াস। বিশেষ করে এ প্রোগ্রামের মাধ্যমে জনসাধারনের মাঝে হিট প্রতিরোধে করনীয় বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।