“Green Transformation Fund” এর আওতায় রপ্তানী ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ ব্যাংকের “Green Transformation Fund” এর আওতায় রপ্তানী ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে ১৬ মার্চ ২০২৩ইং তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর মধ্যে এক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার এর উপস্থিতিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক জনাব চৌধুরী লিয়াকত আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব কাজী সাইদুর রহমান, নির্বাহী পরিচালক খুরশিদ আলম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট এর প্রধান জনাব মোঃ আশফাকুল হক, এফসিএ, এফসিএস-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।