বাঙলা প্রতিদিন নিউজ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ।
দীর্ঘদিন ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ বসবাস করে আসছে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মুসলমান তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান উৎসবের মতো করে পালন করে আসছে ।
সামজে কিছু দুষ্কৃতিকারী থাকে। যদি আমরা সামাজিক সম্প্রীতি ধরে রাখতে পারি তাহলে দুষ্কৃতিকারীরা ক্ষতি করতে পারবে না। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে পারি তাহলে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
উপদেষ্টা আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার খিলগাঁওস্থ তিলপাড়ায় শ্রী শ্রী হরি সংঘ দেব মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সমবেত ভক্ত ও পূজারীদের উদ্দেশ বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পূজা উদযাপন কমিটির সভাপতি বিমান বিহারী তালুকদার বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদকের নারায়ণ চন্দ্র ভৌমিক এ সময় উপস্থিত ছিলেন।