নিজস্ব প্রতিবেদক : বাংলালিংক এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে যোগাযোগের
জন্য সমন্বিত প্ল্যাটর্ফম ‘বিকানেক্ট’ চালু করেছে। এই উদ্যোগে বাংলালিংক-এর সহযোগী হিসেবে রয়েছে
প্রুডেন্ট টেকনোলজিস্ । এটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির র্কাযক্রম আরও উন্নত করার পাশাপাশি
সেগুলিকে গ্রাহকদের সাথে আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী উপায়ে যোগাযোগের সুযোগ দেবে।
বিকানেক্ট এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য একটি ক্লাউড প্রযুক্তি ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, যা
সমন্বিত যোগাযোগের জন্য বিভিন্ন টেলিকম সেবা দেওয়ার পাশাপাশি গ্রাহকদের গোপনীয়তার নিশ্চয়তা
দেবে। এটি স্বয়ংক্রিয় উপায়ে প্রতিষ্ঠানগুলির সাথে গ্রাহকদের যোগাযোগের ক্ষেত্রে তাদের র্নিদিষ্ট
চাহিদা পূরণ করবে।
বিকানেক্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংক-এর চিফ কর্মাশিয়াল অফিসার উপাঙ্গ দত্ত এই ঘোষণা
দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রুডেন্ট টেকনোলজিস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার বিজাস
র্মূতি, বাংলালিংক-এর কর্মাশিয়াল স্ট্র্যাটেজি অ্যান্ড বিটুবি র্মাকেটিং ডিরেক্টর মেহেদি আল আমিন,
বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন, বাংলালিংক-এর হেড অফ বিটুবি
আইসিটি সলিউশন এএসএম রাশেদুজ্জামান, বাংলালিংক-এর বিজনেস সার্পোট সিস্টেম ডিরেক্টর তাওহিদ
রিজওয়ানুর রহমান ও প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চ পদস্থ র্কমর্কতারা।
বাংলালিংক-এর চিফ কর্মাশিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “জীবনযাত্রার নানামুখী সমাধানে আগ্রহী
একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে আমরা সব ধরনের গ্রাহককে অত্যাধুনিক ডিজিটাল সমাধান দিতে
প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ‘বিকানেক্ট’ এমন একটি প্ল্যাটর্ফম হিসেবে গড়ে উঠবে, যা
ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে গ্রাহকদের সাথে আরও র্কাযকরভাবে যোগাযোগ করতে সাহায্য করবে ও
তাদের গোপনীয়তা রক্ষা করবে।”
প্রুডেন্ট টেকনোলজিস-এর চিফ এক্সিকিউটিভ অফিসার বিজাস র্মূতি বলেন, “‘বিকানেক্ট’ চালুর উদ্দেশ্যে
বাংলালিংক-এর সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। বাংলালিংক যেভাবে বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে
আসার পাশাপাশি দেশের দ্রুততম মোবাইল ইন্টারনেট প্রদান করছে, তা সত্যিই প্রশংসনীয়। বিকানেক্ট-
এর মতো উদ্ভাবনী সমাধান কোম্পানিগুলিকে গ্রাহকদের সাথে যোগাযোগ উন্নত করার নতুন পথ হিসেবে
কাজ করবে।”
বাংলালিংক উদ্ভাবনী বিভিন্ন সমাধান নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।