ভারত থেকে মনোয়ার ইমাম:
বাংলা কে কোন মতে গুজরাট বানাতে দেব না। বললেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এ কথা বলেন একটি সরকারি অনুস্ঠান এ। সম্প্রতি পশ্চিম বাংলায় যে ভাবে বিজেপি নেতা ও কর্মীরা একেব পর এক তৃণমূল কংগ্রেস ভেঙ্গে বি জে পি বৃদ্ধি করছে তর পরিপেক্ষিতে এমন মন্তব্য করেন।এ প্রসঙ্গে বিজেপি নেতা ও সংসদ দিলীপ ঘোষ বলেন পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের দুর্দশা চলেছে। কোন দিন দেখবেন যে যে তৃণমূল কংগ্রেস ভাঙতে ভাঙতে দিদি ও দিদির ভাইপো ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবেনা। পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি ও সংসদ এবং ভারতের লোকসভা
। বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর তৃণমূল কংগ্রেসের জন্ম হয় কংগ্রেস ভেঙ্গে। একদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভারত জাতীয় কংগ্রেস ভেঙ্গে তৃনমূল কংগ্রেস এর সভাপতি হয়। তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে অতছুৎ নয়। এবং দুই বার বিজেপি সঙ্গে থেকে ভারতের কয়লা খনি মন্ত্রী এবং তৎকালীন ভারত এর রেলমন্ত্রী ছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন বি জে পি পশ্চিম বাংলার বুকে বিপদজনক।এটি হস্যকর ব্যপার ছাড়া কিছুই নয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনে বিধানসভায় বিজেপি কে পরাজিত করার আহ্বান জানিয়েছেন।