প্রতিনিধি, বাউফল: পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের মৃত রাজ্জাক গাজীর জীবিত প্রতিবন্ধী মেয়ে মোসা. পুতুল (২৫) কে ২১মাস আগে মৃত্যূ ঘোষণা করেন উপজেলা সমাজসেবা কার্যালয়। বন্ধ করে দেন তার নামের প্রতিবন্ধী ভাতা।
মেয়ে পুতুল (২৫) তার নামের প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দেন উপজেলা সমাজসেবা কার্যালয়। দীর্ঘদিন ভাতা না পেয়ে পুতুলের স্বজনরা সমাজসেবা কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি ২০১৯ সালের ১আগষ্ট মারা গেছেন। এমন খবরে হতভম্ব হয়ে পড়েন স্বজনরা। ১৫মাস ভাতা বঞ্চিত হন পুতুল। পুতুলের বেঁচে থাকার বিষয়টি জানাজানির পর তোলপাড় শুরু হয় উপজেলা সমাজসেবা কার্যালয়ে। পূণরায় ওই প্রতিবন্ধীর নামে ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সাল থেকে নিয়মিত সরকারি ভাতা পান শাররীক প্রতিবন্ধী পুতুল। প্রায় ১৫ মাস ধরে তার নামে কোন ভাতা দেয়া হচ্ছিলনা। পুতুলের স্বজনরা খোঁজ খবর নেয়ার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে এলে অফিসের নথি দেখে জানতে পারেন পুতুল ২০১৯ সালে মারা যায় এবং তার ভাতা বন্ধ হয়ে যায়।
পুতুলের বোন স্কুল শিক্ষক আয়শা জানান, অবশেষে সমাজসেবা গিয়ে বিষয়টি অবহিত করার পর ১৫ মাসের বকেয়াসহ পুণরায় ভাতা প্রদ্রানের প্রতিশ্রæতি দেয়া হয় সমাজসেবা অফিস থেকে। এবিষয়ে কাছিপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার রিপন সিকদার জানান, পরিবারের কেউ আমাকে বিষয়টি জানায়নি। জানালে অনেক আগেই পদক্ষেপ নেয়া হত।
বাউফল সমাজসেবা অফিসের মাঠকর্মী শহিদুল আলম বলেন, আমার আগে আবুল বাশার যখন দায়িত্বে ছিলেন তখন তিনি এই কাজটি করেছেন। আমি এসে পূণরায় ভাতা চালুর উদ্যোগ নিয়েছি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মারা যাওয়ার তথ্য কিংবা নতুন প্রতিবন্ধী তালিকাভুক্তির বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। দায়িত্ব অবহেলার বিষয়টি খোঁজ খবর নিয়ে পদক্ষেপ নেয়া হবে।