বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাউবির সহায়তায় শিক্ষক সমিতির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনভিত্তিক বায়োপিক “মুজিব: একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি বাউবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে আজ সোমবার (১১ ডিসেম্বর) থেকে দুই দিন ব্যাপী বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে, যা ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার শেষ হবে।
বিজয়ের মাসে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ^বিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ ও তাদের পরিবারবর্গ অধীর আগ্রহে এই চলচ্চিত্রটি দেখেন।
এসময় বাউবির মাননীয় উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, ডিনবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
“মুজিব: একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাঁর অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়াসহ ইতিহাসের গুরত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি দেখে বর্তমান ও পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং অনুপ্রাণিত করার জন্য বাউবির শিক্ষক সমিতি এই চলচ্চিত্রটি বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করেন।