পাশের হার ৬৩ দশমিক ৬০
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল গতকাল সোমবার (১৬ জানুয়ারি) প্রকাশিত হয়েছে।
পাশের হার শতকরা ৬৩ দশমিক ৬০। বাউবি’র এইচএসসি-২০২২ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৮৮,১০০ জন । এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ৭৫,৫৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চুড়ান্ত পরীক্ষায় ৩৩,৭৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২১,৪৬১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
শিক্ষার্থীদের মধ্যে ৯৩ জন A+, ২৮৪৪ জন A, ৭,৩৩৭ জন A- , ৮,০৮১ জন B, ৩০২৪ জন C এবং ৮২ জন D গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১২,৩১৬ জন ছাত্র এবং ৯,১৪৫ জন ছাত্রী । বিস্তারিত জানার জন্য www.bou.ac.bd এবং exam.bou.ac.bd.