নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে অপহৃত ১৫ বছরের কিশোরীকে ঢাকার ডেমরা হতে উদ্ধার করেছে র্যাব, অপহরণকারী আটক।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ অপহরন হওয়া ভিকটিম উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতরের অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন নান্টু ভুইয়া রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে বাগেরহাট থেকে ৬ মাস পূর্বে অপহরন হওয়া ভিকটিম (১৫)কে উদ্ধার করে এবং অপহরনকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ শেখ মোস্তফা বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রামপাল, বাগেরহাট থানায় গত ২৮/০৮/২০২০ খ্রিঃ তারিখ মামলা রুজু করা হয়েছে।