নিজস্ব প্রতিবেদক:স্টোরেজ এবং মজুতদারি দু’টি এক বিষয় নয়। বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে মজুতদার অপচেষ্টা করলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। পণ্যের মজুতদারির বিষয়ে সরকারের অবস্থা কঠোর। সরকার জনগণের কষ্ট লাঘব করার জন্য মার্কেটে হস্তক্ষেপ করার প্রয়োজন হলে সেটা করবে। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার (০৬ ডিসেম্বর) ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘ডেভেলপমেন্ট প্ল্যানিং এক্সপেরিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করা হয়েছিল। সেজন্যই মূলত বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ প্রণয়ন করা হয়েছিল এবং এ আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারাটি হলো মজুতদারি এবং চোরাকারবারী।
তিনি বলেন, মজুতদারির ব্যাপারে সরকার শুধু মার্কেটে হস্তক্ষেপ করবে না, আইন অনুযায়ী মজুতদারদের শাস্তি দেওয়া হবে। সরকার লাভ করার জন্য ব্যবসা করে না। যেখানে বেসরকারি খাতের কোনো অবদান নেই, সেখানে সরকার ব্যবসা করে।