নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন বসতে যাচ্ছে আজ। এ অধিবেশনেই ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার (৫ জুন) বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।
এর আগে বিকেল ৪টায় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এবারের অধিবেশনের মেয়াদসহ সার্বিক কার্যসূচি চূড়ান্ত হবে।
জানা গেছে, এবার মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করতে হলেও তেমন কড়াকড়ি থাকবে না। করোনা নেভেটিভ সনদ থাকলেই সংসদ সদস্যরা সংসদে ঢুকতে পারবেন। রোস্টার ভিত্তিতে সংসদ সদস্যদের বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি থাকছে না।
আগামী বৃহস্পতিবার (৯ জুন) বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওইদিন বিকাল ৩টায় বাজেট উপস্থাপন করবেন তিনি। একই দিন ২০২২ সালের অর্থবিলও পেশ করা হবে। মাসজুড়ে আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে বাজেট পাস করবে সংসদ।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের বাজেট আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট হতে যচ্ছে।