300X70
রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ৫৩তম সাধুমেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় ৩০ সেপ্টেম্বর পূর্ণিমা তিথির সাধুমেলার ৫৩তম আসর অনুষ্ঠিত হলো। সাধুমেলার এবারের আসর বসেছিলো রাজধানীর গুলশান-২ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বিকাল ৪ টায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং দেশের বিশিষ্ট বাউল শিল্পীরা। উপস্থিত ছিলেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। সাধুমেলায় বাউল শিল্পীদের মধ্যে সুবর্ণা বাউল এর কন্ঠে পরিবেশিত হয়-‘না জানি কোন সময়, কোন দশা ঘটে আমার’; কৃষ্ণ বাউলের কন্ঠে ‘পাড়ে কে যাবি নবীর নৌকাতে আয়’; রিতা মন্ডলের কন্ঠে ‘বিনা কাজে ধন উপার্জন কে করতে পারে’; শাহীন বাউলের কন্ঠে ‘বাসূলের দিন সত্য মানো, ডাকো তারে মওলা বলে’ এবং সুবর্ণা হামজা কন্ঠে পরিবেশিত হয় ‘আমার ঘর খানায় কে বিরাজ কর’।

বাউল আয়নাল হক পরিবেশন করেন ‘বড় সংকটে পড়িয়া দয়াল’; মিতুল বাউল ‘বাড়ির কাছে আরশি নগর’; বাউল এম আর মানিক এর কন্ঠে ‘লন্ডনে রুপের বাতি জ্বলছে রে সদয়’; পিউ বাউলের কন্ঠে ‘আধাঁর ঘরে জ্বলেছে বাতি’; ফারুক আউল এর কন্ঠে ‘অমুত মেঘের বাড়ি মুখের কথায় কি মিলে’ এবং বাউল ফারজানা ইভার কন্ঠে পরিবেশিত হয় ‘ধন্য আশেকিজনা এদিন দুনিয়ায়’। এছাড়া ছিলো ক্ষ্যাপা বিদ্যুৎ সরকার এর কন্ঠে গান’।

জেলা থেকে আগত ও বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দরা বাউল গান পরিবেশন করেন। কিরন চন্দ্র রায় (মানিকগঞ্জ), শফি মন্ডল (কুষ্টিয়া), ফকির সাহাবুদ্দিন (চট্রগ্রাম), চন্দনা মজুমদার (কুষ্টিয়া), দিল আফরোজ রেবা (ঝিনাইদহ) এবং আরিফ বাউল (ফরিদপুর) এর পরিবেশনা।

এছাড়াও পরিবেশিত ছিলো দলীয় সংগীত। দলীয় সংগীত পরিবেশন করেন বাউল রুমা আক্তার, বাউল জাকারিয়া শেখ,আউল লিনা খাতুন, সেলিম বাউল, সজিব বাউল মেহবুব সুফিয়ান, বাউল নুরুল ইসলাম শেখ, বাউল সলেমান শেখ, বাউল রিতা মন্ডল, বাউল শাহেদ আলী, রনি বাউল, সেন্টু বাউল, বাউল আবু বক্কর সিদ্দিক, খাইরুল বাউল, বাউল মাহমুদা, শিফা বাউল, মাহাবুব বাউল, তানিয়া বাউল, মিজান বাউল, বাউল কন্যা চৌধুরী, বাউল ওমর আলী, উপমা বাউল, ক্ষ্যাপা মিরাজ বাউল, ফারুক বাউল, বাউল মিনা পাগলা, বাউল এলিজা পুতুল, বাউল নয়ন সাধু, পলি বাউল, ফারুক বাউল এবং বাউল আফসানা ইমু প্রমুখ।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :