নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মুক্তিযুদ্ধ জাদুঘর ৯ থেকে ১৬ ডিসেম্বর বিজয় উৎসব ২০২২-এর বিশেষ অনুষ্ঠানমালা আয়োজন করেছে।
অনুষ্ঠানের প্রথম দিন বিশ্বের সকল গণহত্যার শিকার ও নিহত ব্যক্তিদের স্মরণে এবং গণহত্যা নিরোধে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণহত্যা স্মরণ দিবসে মুক্তিযুদ্ধ জাদুঘর বিশেষ আলোচনা ও নাট্য-প্রদর্শনীর আয়োজন করে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল চারটায় জাদুঘর মিলনায়তনে ইন্টারন্যাশনাল কমিটি ফর মেমোরিয়াল মিউজিয়ামস ইন রিমেম্বারেন্স অব দা ভিকটিম অব পাবলিক ক্রাইমস (আইসিএমইএমও) -এর সাবেক চেয়ারপার্সন ওফেলিয়া লিয়ঁ মূল বক্তব্য প্রদান করেন।
ওফেলিয়া লিয়ঁ তার বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৯৭১ সালের গণহত্যা স্মৃতি সংরক্ষণের প্রচেষ্টার সাধুবাদ জানান। তিনি গণহত্যা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে জাদুঘরের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বলেন, জাদুঘর একটি দেশের ইতিহাসের ধারক ও সমজ পরিবর্তনের মোক্ষম পন্থা। ভাষা যেকোনো দেশের আত্মপরিচয়ের মূল প্রতীক যা ১৯৭১ সালে পাকিস্তানিবাহিনী বাংলাদেশ গণহত্যা সংগঠনের দ্বারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল।
তিনি আরো বলেন, গণহত্যা স্মৃতি জাদুঘরের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার জাদুঘর স্থাপন করাও প্রয়োজন। পরিশেষে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে পারস্পরিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা হত্যা বন্ধ করি, আমরা সবাই বৈচিত্র্যকে সঙ্গে নিয়ে এক প্রাণ, এক পৃথিবী। আসুন আমরা পশুর ন্যায় আচরণ করা বন্ধ করি।
সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর এমপি একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশে নৃশংস গণহত্যার চিত্র তুলে ধরেন। ট্রাস্টি মফিদুল হক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন প্রজন্মই মুক্তিযুদ্ধের ইতহাস ও চেতনাকে ধারণ করে জাতিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সেলিম আল দীন রচিত ও নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত নাটক ‘নিমজ্জন’ পরিবেশন করে ঢাকা থিয়েটার।