বাঙলা প্রতিদিন ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর সীমান্ত থেকে ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেছ মিয়া (৪০) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক ও ফেনী সীমান্ত থেকে ২ কোটি ১৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবির অভিযান চালিয়ে। বিজিবির পৃথক অভিযানে ২ কোটি ৩১ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে।
এরমধ্যে হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেছ মিয়া (৪০) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আর ফেনী সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে ২ কোটি ১৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে।
বিজিবি জানায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দায়িত্বপূর্ণ হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন সীমান্ত পিলার-১৯৯২/এমপি এর নিকটবর্তী দেবনগর নামক স্থান দিয়ে জনৈক ব্যক্তি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করবে।
এ প্রেক্ষিতে ধর্মঘর বিওপির টহলদল বর্ণিত স্থানে গমন করতঃ কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক দুপুর ১২৩০ ঘটিকায় একজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করলে বিজিবি টহলদল তাকে আটক করে। পরে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার নিকট হতে নগদ ১৪ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে মোঃ মোখলেছ মিয়া (৪০)। তার ভাই হুন্ডি ব্যবসায়ী মোঃ আবু বকর (৪২)-এর নির্দেশনা অনুযায়ী অজ্ঞাত নামা জনৈক ভারতীয় ব্যক্তির নিকট হতে উক্ত টাকা নিয়ে বাংলাদেশে ফেরত আসছিল।
আটককৃত ব্যক্তি ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ নগদ টাকাসহ আটককৃত ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনী সীমান্তে ২ কোটি ১৭ লক্ষ টাকার মালামাল জব্দ : ফেনী সীমান্তে বিজিবির অভিযান চালিয়ে ২ কোটি ১৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, শনিবার (৯ নভেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার অন্তগর্ত দেবপুর, চম্পকনগর এবং খেজুরিয়া বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবি টহলদল চায়না থান কাপড়-১২,০০০ গজ, ভারতীয় গরু-৫ টি, ভারতীয় ফেন্সিডিল-৪৩ বোতল, বাংলাদেশী রসুন-৭০ কেজি, পিকআপ-১টি, মাঝারি ট্রাক-১টি এবং বড় কাভার্ড ভ্যান-১টি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য- ২ কোটি ১৭ লক্ষ ৮ হাজার ২০০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।