নিজস্ব প্রতিবেদক : সোমবার (১৮ ডিসেম্বর) জনতা ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. আব্দুল জব্বার এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান মিঞা, বিপিএএ ব্যাংকের রাজউক ভবন কর্পোরেট শাখার ব্রান্ডিং উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা ও মোঃ নুরুল আলম, এফসিএমএ, এফসিএ, ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ আব্দুল মতিন, রাজউক ভবন কর্পোরেট শাখার ডিজিএম সঞ্জয় কুমার সরদারসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।