স্পোর্টস ডেস্ক: অনিশ্চয়তার মেঘ কাটিয়ে ২১ জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর।
টুর্নামেন্ট সামনে রেখে ২৭ ডিসেম্বর ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
তার আগেই ক্যাটাগরিভিত্তিক খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি।
মোট ছয়টি ক্যাটাগরিতে ২১২ ক্রিকেটারকে রাখা হয়েছে সে তালিকায়। এতে বিদেশি ক্রিকেটারদের নাম ছিল না।
এবার ৪০৬ জন ক্রিকেটারের নাম প্রকাশ হয়েছে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে। যেখানে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারের সংখ্যাই বেশি। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকার ক্রিকেটারও রয়েছেন। তবে কোনো তারকা নেই।
ড্রাফটে জায়গা করে নেয়া ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে।
এর ভেতর ক্যাটাগরি ‘এ’ তে জায়গা পেয়েছেন ১১ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ৭৫ হাজার ডলার।
তারা হলেন – বেন ফোকস (ইংল্যান্ড), ড্যান লরেন্স (ইংল্যান্ড), দুশমান্ত চামিরা (শ্রীলঙ্কা), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), কয়েস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), রাভি বোপারা (ইংল্যান্ড), সান্দিপ লামিচানে (নেপাল), উইল জ্যাকস (ইংল্যান্ড) ও জহির খান (আফগানিস্তান)।
ক্যাটাগরি ‘বি’ এর ক্রিকেটাররা পারিশ্রমিক হিসেবে পাবেন ৫০ হাজার ডলার। এই ক্যাটাগরিতে আছেন – বেনি হাওয়েল (যুক্তরাজ্য), ড্যানি ব্রিগস (ইংল্যান্ড), দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা), দিনেশ রামদিন (ওয়েস্ট ইন্ডিজ), দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), লিয়াম ডসন (ইংল্যান্ড), লিয়াম প্লাংকেট (ইংল্যান্ড), লুক রাইট (ইংল্যান্ড), মাহিশ থিকসানা (শ্রীলঙ্কা), মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান), নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা), নুয়ান প্রদিপ (শ্রীলঙ্কা), শাপুর জাদরান (আফগানিস্তান), শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ) ও কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)।
ক্যাটাগরি ‘সি’ এর ক্রিকেটাররা পাবেন ৪০ হাজার ডলার করে। তারা হলেন – আফসার জাজাই (আফগানিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), আলেকজান্ডার ডেভিস (ইংল্যান্ড), বেন ডাঙ্ক (অস্ট্রেলিয়া), ক্যামেরন ডেলপোর্ট (সাউথ আফ্রিকা), চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা), দাওলাত জাদরান (আফগানিস্তান), ধনঞ্জয়া লাকসান (শ্রীলঙ্কা), ফিডেল এডওয়ার্ডস (ওয়েস্ট ইন্ডিজ), হারিস সোহেল (পাকিস্তান), লাসিথ এম্বুলদেনিয়া (শ্রীলঙ্কা), মোহাম্মদ আসাদ আফ্রিদি (পাকিস্তান), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), রাভি রামপল (ওয়েস্ট ইন্ডিজ, রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রিকি ওয়েসেলস (ইংল্যান্ড), সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), উসমান খান শিনওয়ারি (পাকিস্তান) ও সুরাঙ্গা লাকমাল (শ্রীলঙ্কা)।
ক্যাটাগরি ‘ডি’তে জায়গা করে নেয়া ক্রিকেটাররা পাবেন ৩০ হাজার ডলার। এই ক্যাটাগরির ক্রিকেটাররা হলেন – আব্দুল ওয়াসি (আফগানিস্তান), আবিদ আলি (পাকিস্তান), আফতাব আলম (আফগানিস্তান), আকিফ জাবেদ (পাকিস্তান), আকিলা ধনঞ্জয়া (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু বালবার্নি (আয়ারল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), অ্যান্টন ডেভচিচ (নিউজিল্যান্ড), আশিয়ান ড্যানিয়েল (শ্রীলঙ্কা), বিলওয়াল ভাট্টি (পাকিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), বিপুল শর্মা (ভারত), বিয়র্ন ফরটুইন (সাউথ আফ্রিকা), কারমি লে রো (সাউথ আফ্রিকা), চন্দরপল হেমরাজ (ওয়েস্ট ইন্ডিজ), কাসুন রাজিথা (শ্রীলঙ্কা), ক্রেইগ আরভাইন (জিম্বাবুয়ে), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), ডেভিড পেইন (ইংল্যান্ড), ডিলন হেইলিগার (কানাডা), আসেলা গুনারত্নে (শ্রীলঙ্কা), এহসান আদিল (পাকিস্তান), ফাওয়াদ আলম (পাকিস্তান), ফজল নিয়াজি রহমান (আফগানিস্তান), শিহান জয়সুরিয়া (শ্রীলঙ্কা), ইশান জয়ারত্নে (শ্রীলঙ্কা), ইমাম উল হক (পাকিস্তান), জ্যাকব লিংকট (ইংল্যান্ড), জাসকারন মালহোত্রা (ইউএসএ), জতিন্দর সিং (ওমান), জেইডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ), জেফেরি ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা), জোন সিম্পসন (ইংল্যান্ড), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), জর্ডান ক্লার্ক (ইংল্যান্ড), জশ কব (ইংল্যান্ড), জশুয়া লিটল (আয়ারল্যান্ড), করিম জানাত (আফগানিস্তান), কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড), কেভিন সিনক্লেয়ার (ওয়েস্ট ইন্ডিজ), আসেন বান্দারা (শ্রীলঙ্কা), কুরুকুলাসুরিয়া পাতাবেন্দিগে (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), আমিলা আপন্সো (শ্রীলঙ্কা), ম্যাথু ফিশার (ইংল্যান্ড), ম্যাথু পার্কিনসন (ইংল্যান্ড), মাইলস হ্যামন্ড (ইংল্যান্ড), মির হামজা (পাকিস্তান), আশান আলি খান (ইউএসএ), জুনায়েদ খান (পাকিস্তান), নিয়াল স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), নিতিশ কুমার (কানাডা), প্যাট ব্রাউন (ইংল্যান্ড), ভ্যান মেকেরেন (নেদারল্যান্ডস), চাতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), মিনোদ ভানুকা (শ্রীলঙ্কা), রায়ানখান পাঠান (কানাডা), রবিন জেমস দাস (ইংল্যান্ড), ভ্যান ডার মারওয়ে (নেদারল্যান্ডস), রস হুইটলি (ইংল্যান্ড), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), সাদিরা সামারাবিক্রমা (শ্রীলঙ্কা), সাহান আরাচিগে (শ্রীলঙ্কা), সাজিদ খান (পাকিস্তান), স্যাম কুক (ইংল্যান্ড), থিকশিলা ডি সিলভা (শ্রীলঙ্কা), সিন ডিকসন (দক্ষিণ আফ্রিকা), শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), শিরান ফার্নান্দো (শ্রীলঙ্কা), আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা), সুদীপ তিয়াগি (ভারত), থমাস হেলম (ইংল্যান্ড), উসমান গনি (আফগানিস্তান), ভেরেসামি পেরমল (ওয়েস্ট ইন্ডিজ), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), ওয়েস্লি মাধেভেরে (জিম্বাবুয়ে), ইয়াসির শাহ (পাকিস্তান) ও ইউনুস আহমেদজাই (আফগানিস্তান)।
সবশেষ ক্যাটাগরি ‘ই’তে ক্যাটাগরিভুক্ত ক্রিকেটাররা পাবেন ২০ হাজার ডলার করে। এই তালিকার ক্রিকেটাররা হলেন – আসগর আফগান (আফগানিস্তান), অ্যাশলে নার্স (ওয়েস্ট ইন্ডিজ), ব্যারি ম্যাককার্থি (আয়ারল্যান্ড), ক্যালাম ম্যাকলিয়ড (স্কটল্যান্ড), হামিশ বেনেট (নিউজিল্যান্ড), হামিদ হাসান (আফগানিস্তান), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্দিজ), খ্যারি পিয়েরে (ওয়েস্ট ইন্ডিজ), লাকশান সান্দাকান (শ্রীলঙ্কা), ম্যাথু ক্রস (স্কটল্যান্ড), মোহাম্মদ আব্বাস (পাকিস্তান) ও নুমান আলি (পাকিস্তান)।
২১ জানুয়ারি শুরু হতে যাওয়া টি ২০ টুর্নামেন্ট বিপিএল তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে।