নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে বাড়িতে ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামী দেলোয়ারের মাছের খামার থেকে ৭টি তাজা ককটেল ও ২ রাউন্ড ১২ বোর এর কার্তুজ উদ্ধার করেছে র্যাব।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টা এ তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
এর আগে দুপুরে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় র্যাব-১১ এর কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, র্যাব-১১ এর একটি দল সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় নোয়াখালী টু ঢাকাগামী বাসে তল্লাশি চালায়। সে সময় নারী নির্যাতনের ঘটনায় সম্পৃক্ত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়। সেময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।