বাঙলা প্রতিদিন ডেস্ক : ফিলিস্তিনকে এবার রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। ইসরায়েলের বিরোধিতার মুখেও সর্বশেষ আর্মেনিয়া দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো। শুক্রবার (২১ জুন) আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর বিদেশী গণমাধ্যমের।
দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরায়েল-হামাসের মধ্যকার লড়াইয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান সম্বলিত জাতিসংঘ প্রস্তাবনাকে সমর্থন করে আর্মেনিয়া। একইসঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানকেও সমর্থন করি। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে আর্মেনিয়ার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি একে ফিলিস্তিনি জনগণের জন্য একটি বড় অর্জন বলে অভিহিত করেছেন।
অন্যদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে নিযুক্ত আর্মেনীয় রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রণালয়ে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এর আগে গত ২৮ মে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল ইউরোপের তিন দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড।