নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আজ সোমবার দুপুরে সচিবালয়ে Economic Acceleration and Resilience for NEET ( EARN) শীর্ষক প্রকল্প বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দক্ষিন এশিয়া অঞ্চলে মানব সস্পদ বিষয়ক পরিচালক Ms. Lynne D. Sherburne-Benz. বৈঠকে Economic Acceleration and Resilience for NEET ( EARN) শীর্ষক প্রকল্পের সার্বিক বিষয়ে বিশদ আলোচনা হয়।
বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রায় ২০ লক্ষ NEET ( Not in Education, Employment and Training) যুবককে প্রশিক্ষনের আওতায় নিয়ে আসা হবে। প্রশিক্ষন প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে।
প্রায় ৪০০ মিলিয়ন ডলারের এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসডিজি অর্জনে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
বৈঠকে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।