বাহিরের দেশ ডেস্ক: করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও এক হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৯১ হাজার ৭৪৩ জন।
শনিবার (১৮ জুন) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য মতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ১২৬ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩৯ হাজার ৩৪৫ জনের। সুস্থ হয়েছেন ৫১ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৬০৬ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।