নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর : সম্প্রতি মেসার্স জাফর মেশিনারীজ, এ সি আই মটরস এর ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসাবে দিনাজপুরে তার যাত্রা শুরু করলো। কলেজ রোড, বীরগঞ্জ, দিনাজপুরে অবস্থিত ফোটনের উক্ত শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে।
ফোটনের ১ টন, ১.২ টন ,১.৫ টন,৩.৫ টনের পিক-আপ সহ অন্যান্য সকল ভারী যান এই শো-রুমে পাওয়া যাবে।ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরস এর সেলস ডিরেক্টর জনাব আজম আলি, ডিলার জনাব জাফর ইকবাল, বীরগঞ্জ কৃষি অফিসার আবু রেজা মো: আসাদুজ্জামান , শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: রশিদ ,এ সি আই মটরস এর অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভার্থীবৃন্দ।
ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রীত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এই পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লক্ষ্যের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। ২০১৯ সাল থেকে এ সি আই মটরস একমাত্র পরিবেশক হিসেবে ফোটন এর বিভিন্ন বাণিজ্যিক গাড়ি বাংলাদেশে বাজারজাত করছে। কৃষি যান্ত্রিকীকরণের যাবতীয় সমাধান প্রদান ছাড়াও প্রতিষ্ঠানটি কন্সট্রাকশন ইকুইপমেন্ট ও ইয়ামাহা মটরসাইকেল এর ব্যবসা পরিচালনা করছে।