কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলণ কক্ষে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এসময় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খাঁন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত উসমান, বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, সিনিয়র সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রাট তাসলিমুন নেছাসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী বুড়িচং উপজেলার রাজাপুর, বাকশীমূল, বুড়িচং সদর, ষোলনল, পীরযাত্রাপুর, ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৩ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ও বাকী ৬ টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়।