নুর রহমান, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে উপজেলার শরীফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের গফুর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত (১০ ডিসেম্বর) বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের দিন স্থানীয় ফয়সাল গ্রুপের সাথে আ’লীগ নেতা বাহার উদ্দিনের সাথে কথাকাটির হয়। পরে কথা কাটাকাটির জের ধরে ফয়সালের নেতৃত্বে ৫/৬ জন শনিবার সন্ধ্যায় ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বাহার উদ্দিনকে (৫৫) গুলি করলে সে পায়ে গুলিবিদ্ধ হয়। সে একই এলাকার মৃত সরু মিয়ার ছেলে।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।