300X70
বুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বৈশ্বিক ইন্টারনেট সুরক্ষা বৃদ্ধিতে এমএএনআরএস-এ যুক্ত হলো হুয়াওয়ে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২২, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বৈশ্বিকভাবে ইন্টারনেট সুরক্ষা উন্নত করার প্রয়াসে মিউচুয়ালি অ্যাগ্রিড নর্মস ফর রাউটিং সিকিউরিটির (এমএএনআরএস) ইকুইপমেন্ট ভেন্ডর প্রোগ্রামে (ইভিপি) প্রতিষ্ঠাতা সদস্য হয়েছে হুয়াওয়ে।

ইন্টারনেট সোসাইটির (আইএসওসি) পৃষ্ঠপোষকতায় এমএএনআরএস একটি বৈশ্বিক উদ্যোগ, যার লক্ষ্য রাউটিং -এর ক্ষেত্রে সাধারণত যেসব সমস্যা হয়, যেমন: ইন্টারনেট রুট হ্যাইজ্যাকিং ও রুট লিকেজ হয় তা সমাধান করা এবং ক্যারিয়ার প্রতিষ্ঠান, আইএক্সপিএস, সিডিএন ও ক্লাউড সেবাদাতা, ইকুইপমেন্ট ভেন্ডর ও নীতিনির্ধারকদের মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে সমস্যা শনাক্ত করা। সামগ্রিকভাবে এর লক্ষ্য হলো ইন্টারনেট সুরক্ষা এবং প্রতিরোধ ব্যবস্থা উন্নত করা। নেটওয়ার্ক অপারেটর প্রোগ্রাম, আইএক্সপি প্রোগ্রাম, সিডিএন ও ক্লাউড প্রোগ্রামের পর ইকুইপমেন্ট ভেন্ডরদের জন্য নতুন প্রোগ্রাম হচ্ছে এমএএনআরএস ইভিপি।

টেকনোলজি প্রোগ্রাম ফর দ্য আইএসওসি’র সিনিয়র ডিরেক্টর আন্দ্রেই রোবাশেভস্কি বলেন, “নেটওয়ার্ক ইকুইপমেন্টের ক্ষেত্রে বৈশ্বিকভাবে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টার উদাহরণ তৈরির মাধ্যমে নতুন এমএএনআরএস ইকুইপমেন্ট ভেন্ডর প্রোগ্রামে সক্রিয়ভাবে অবদান রাখছে।” তিনি আরও বলেন, “এ প্রোগ্রামে অন্য প্রতিষ্ঠাতা সদস্যদের সাথে হুয়াওয়ের সম্পৃক্ততাই প্রমাণ করে ইন্টারনেট রাউটিং সিকিউরিটিতে নেটওয়ার্ক ইকুইপমেন্ট ভেন্ডরদের গুরুত্ব। এবং আমাদের প্রত্যাশা এটা সবার জন্য আরও সুরক্ষিত ইন্টারনেট নিশ্চিত করার ক্ষেত্রে ধারাবাহিক উন্নতিতে ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার কমিউনিটির আরও সদস্যদের অনুপ্রাণিত করবে।”

হুয়াওয়ের ডেটা কমিউনিকেশন প্রোডাক্ট লাইনের রাউটার ডোমেইনের প্রেসিডেন্ট হ্যাঙ্ক চেন বলেন, “ইন্টারনেট সুরক্ষার ক্ষেত্রে রাউটিং সিকিউরিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পাশাপাশি ইন্টারনেটের ভিত্তি হিসেবে কাজ করে। এর মধ্যে রয়েছে নেটওয়ার্ক ডিভাইস (যেমন: রাউটার ও আইএক্সপি সুইচ)।” তিনি আরও বলেন, “বিগত বছরগুলোতে হুয়াওয়ে সুরক্ষিত ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক ডিভাইস তৈরিতে নিবেদিতভাবে কাজ করেছে এবং এক্ষেত্রে হুয়াওয়ের বিস্তৃত পরিসরে সক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে।” তিনি আরও বলেন, “ইন্টারনেট সুরক্ষায় সক্রিয়ভাবে অবদান রাখতে এমএএনআরএস -এ যুক্ত হতে পেরে হুয়াওয়ে সম্মানিত।

ভবিষ্যতে ইন্টারনেটের উন্মুক্ততা, সুরক্ষা ও মানের ধারানবাহিকতা নিশ্চিতে ধারাবাহিকভাবে কাজ করবে হুয়াওয়ে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি বৈশ্বিক ইন্টারনেটের সমৃদ্ধিতে শিল্পখাত সংশ্লিষ্ট অংশীদারদের সাথেও কাজ করবে।

হুয়াওয়ে:
হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সমৃদ্ধ জীবন নিশ্চিতকরণ ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি উন্নত ও সংযুক্ত পৃথিবী গড়ে তোলাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। নতুন উদ্ভাবনের মাধ্যমে হুয়াওয়ে একটি পরিপূর্ণ আইসিটি সল্যুশন পোর্টফোলিও প্রতিষ্ঠা করেছে, যা গ্রাহকদের টেলিকম ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ডিভাইস এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধাসমূহ প্রদান করে।

প্রতিষ্ঠানটি বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে সেবা দিচ্ছে, যা বিশ্বের এক তৃতীয়াংশ জনসংখ্যার সমান। এক লাখ ৯৭ হাজার কর্মী নিয়ে বিশ্বব্যাপী টেলিকম অপারেটর, উদ্যোক্তা ও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে ভবিষ্যতের তথ্যপ্রযুক্তি ভিত্তিক সমাজ তৈরির লক্ষ্যে হুয়াওয়ে এগিয়ে চলেছে।

শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে, গত ২১ বছর ধরে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি শিল্প, টেলিকম অপারেটর এবং স্থানীয় অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে, যার মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে তথ্য-প্রযুক্তির সেবা পৌঁছে দিয়ে ’ডিজিটাল বাংলাদেশে’র স্বপ্ন পূরণে অসামান্য ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। এছাড়া বিভিন্ন সিএসআর কর্মসূচী পরিচালনার মাধ্যমে সামাজিক ক্ষেত্রেও নানান অবদান রাখছে হুয়াওয়ে। অগ্রযাত্রার পথে, বাংলাদেশের সাথে এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হুয়াওয়ে।

বিস্তারিত জানতে ভিজিট করুন হুয়াওয়ের ওয়েবসাইট www.huawei.com এবং যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজে https://www.facebook.com/HuaweiTechBD/

আরো জানতে:
http://www.linkedin.com/company/Huawei

http://www.facebook.com/Huawei
http://www.youtube.com/Huawei

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :